• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের যেসব জেলায়

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০২:১৩ এএম

তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের যেসব জেলায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশে বেশকিছু জেলায়। যা অপরিবর্তিত থাকতে পারে আরও কয়েকদিন। তীব্র এ গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সময় বেশি বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আজ শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশে বেশকিছু জায়গাতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অপরিবর্তিত থাকতে পারে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের ধরনে মূলত খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্ট অংশের ওপর দিয়ে মৃদ থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

মূলত তাপপ্রবাহ মাপকাটি হচ্ছে: মৃদু ধরা হয় ৩৬. ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মাঝারি হচ্ছে ৩৮ থেকে ৩৯.৯ আর তীব্র হচ্ছে ৪০ থেকে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং অতি তীব্র ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

নজিরবিহীন দাবদাহে পুড়ছে দেশ। বেশি বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষেরা। তীব্র গরমে প্রাণ অতিষ্ঠ হলেও আবহাওয়া দফতরে নেই সুসংবাদ। আবহাওয়াবিদ জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বাড়ায় গরম আরও বাড়তে পারে। পাঁচ-ছয় দিনের আগে নেই বৃষ্টির পূর্বাভাস। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকের।

উত্তপ্ত সড়কে নগরবাসীর নাভিশ্বাস। সূর্যের প্রচণ্ড তাপ থেকে বাঁচার যেন কোনো উপায় নেই। কি ঘর, কি বাইরে, সবখানেই তীব্র দাবদাহ বয়ে চলেছে। কংক্রিটের নগরী গাছের ছায়া মেলা বড় দুষ্কর। রোদ থেকে বাঁচতে তাই ছাতা বা কাপড়ের আশ্রয় খুঁজতে হচ্ছে সবাইকে।
 

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। প্রচুর পরিমাণে পানি ও ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন এ  চিকিৎসক।


আবহাওয়াবিদ ড, মুহাম্মদ আবুল কামাল মল্লিক জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বাড়তে থাকায় গরমের অনুভূতি আরও বাড়বে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়ায় শুষ্ক থাকতে পারে। দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে, জলীয়বাষ্প বাড়ার কারণেই ২০ তারিখ থেকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

 

জেকেএস/
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ