• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বারবার আগুন, পেছনে কারা?

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০১:০১ এএম

বারবার আগুন, পেছনে কারা?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সন্দেহযুক্ত মন আমাদের। মনেরই বা দোষ কি। একটা সময় সিনেমার নিয়মিত অংশ ছিল এটি। দরিদ্র প্রজা মহাজনের কাছ থেকে রাতে টাকা ধার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। পথে মহাজনের লোক তার মাথায় বাড়ি দিয়ে টাকা কেড়ে নিয়ে যাচ্ছে। আবার কোনো সিনেমায় দেখা যাচ্ছে রাতের অন্ধকারে মহাজনের লোকজন মহাজনের বিরুদ্ধে প্রতিবাদকারীর ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। 

ঈদের বাজার জমজমাট হওয়ার আগ মুহূর্তে ঢাকায় একের পর এক মধ্যবিত্তদের মার্কেটে আগুন লাগার ঘটনা সেই সব কথা মনে করিয়ে দিচ্ছে। দুর্ঘটনা একবারই হতে পারে। কিন্তু একই ধরণের ঘটনা যখন বারবার হয় তখন তাকে আর দুর্ঘটনা বলা যায় না। ঢাকার মার্কেটে এখন আগুন লাগার ঘটনাকে আর দুর্ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়া যাচ্ছে না। 

মার্কেটে আগুনে যাদের ক্ষতি হয়েছে তাদের মনে নাশকতার শঙ্কা বারবার উঁকি দিচ্ছে। শুধু তাদের মনে নয়, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই শঙ্কা করেছেন। আগুন লাগার ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একই কথা বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নিকান্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে হবে। সবাইকে আরো বেশি সচেতন হতে হবে এবং নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে।

গত ৪ এপ্রিল রাজধানীর সর্ববৃহৎ পাইকারী পোশাকের বাজার বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কোটি কোটি টাকার। পথে বসে হাজারো ব্যবসায়ী ও কর্মচারী। ঢাকাবাসী এই ধাক্কা সামলে উঠতে না উঠতে শনিবার আবার আগুনের লেলিহান শিখায় জ¦লে ওঠে ঢাকা। সেহরী ও ফজর নামাজের পর সমস্ত দেশবাসীর পাশাপাশি ঢাকাবাসী ঘুমিয়ে। তখনই নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটে।  এই দুই মার্কেটে আগুন লাগার মধ্যবর্তী সময়ে আরো কয়েকটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে সে সব আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়। 

একের এক আগুন লাগার ঘটনা মানুষের মনে নাশকতার আশঙ্কা স্থান করে নিয়েছে। বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় মটর সাইকেলে করে আসা দুই ব্যক্তিকে দায়ী করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কেউ ওই দুই ব্যক্তি আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন। হঠাৎ করে একের পর এক মধ্যবিত্ত ক্রেতাদের মার্কেটে আগুন লাগার পেছনে ঘটনা কি? নামী নামী শপিংমলের মালিকদের কি কোনো হাত আছে সেখানে? বা এসব মার্কেট ভেঙ্গে চুড়ে নতুন করে আরো বড় মার্কেট করার স্বপ্ন দেখা কোনো পরিকল্পনাবিদরা রয়েছেন এর পেছনে। 

নিউমার্কেটের আগুন বিষয়ে ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ী তেমনই এক ইঙ্গিত দিয়েছেন। আগুনের পেছনে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আবার তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে কি না সে শঙ্কা যেমন রয়েছে তেমনি তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে কিনা তাও নিয়ে শঙ্কা থাকাটা অস্বাভাবিক কিছু নয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সিটি নিউজ ঢাকাকে বলেছেন, আগুনের ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। এর নেপথ্য কি আছে তা জানতে আমাদের টিম সক্রিয় হয়েছে।’

 

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ