• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নববর্ষে যান চলাচল বন্ধ থাকবে ঢাকার যেসব সড়কে

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৭:৩৫ এএম

নববর্ষে যান চলাচল বন্ধ থাকবে ঢাকার যেসব সড়কে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

পহেলা বৈশাখ-নববর্ষ

নববর্ষ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা ঘিরে ঢাকার কিছু এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগ।

শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন অনুষ্ঠান ঘিরে লাখো মানুষের সমাগমকে সামনে রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর; হোটেল ইন্টারকন্টিনেন্টাল–কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা; মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন; শহীদ মিনার-টিএসসি; নীলক্ষেত-টিএসসি;

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যেসব পয়েন্টে থাকবে ডাইভারশন ও রোড ব্লক

বাংলামোটর ক্রসিং, পরিবাগ ক্রসিং, নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, শাহবাগ ক্রসিং, মগবাজার ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, দুদক গলি, শিল্পকলা একাডেমি গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, সেগুনবাগিচা, কদম ফোয়ারা ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, শিববাড়ি ক্রসিং, ঢাবি মেডিকেল ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট গলি, বিসিএস প্রশাসন গ্যাপ, সাকুরা গলি, সবজি বাগান ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতাল ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং।

বর্ষবরণ অনুষ্ঠানে আসা যানবাহনের পার্কিং

নৌ-বাহিনী ভর্তি তথ্য কেন্দ্র থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত; জিরো পয়েন্ট থেকে ইউবিএল আব্দুল গণি রোড; মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি); শিল্পকলা একাডেমি গলি (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি); সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং); কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী; দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত।

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আর্কাইভ