• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মগবাজারে বিস্ফোরণ : দায়ীদের জবাবদিহিতায় আনার দাবি

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৪:৫০ পিএম

মগবাজারে বিস্ফোরণ : দায়ীদের জবাবদিহিতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি উঠেছে জাতীয় সংসদে। ওই ঘটনায় যারা মারা গেছেন আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানানো হয়েছে।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যরা এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সময় প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মগবাজারের ঘটনার কথা উল্লেখ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘মগবাজারের দুর্ঘটনায় জন মারা গেছেন। অনেকে হাসপাতালে ভর্তি। রাজধানীতে যেসব হোটেল-রেস্টুরেন্ট আছে এগুলোতে যে গ্যাস স্টোভ ইউজ হয় সেই গ্যাসের স্টোভ বা সিলিন্ডারগুলো কখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনের মাধ্যমে ইন্সপেকশন করা হয় কি না প্রশ্নটা সামনে আসছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট গাড়িতে যেসব গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো ব্লাস্ট হওয়ার কারণে অনেক এক্সিডেন্ট হয়েছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে।

জ্বালানি প্রতিমন্ত্রীকে অনুরোধ করে চুন্নু বলেন, ‘মগবাজারের ঘটনা যদি গ্যাসের কারণে হয়ে থাকে তাহলে কী কারণে? এখানে গ্যাসের যে এত বড় একটা স্টোর ছিল এটা কি কোনো সময় ইন্সপেকশন করা হয়েছিল? এমনকি সারা দেশে যেসব জায়গায় গ্যাসের সিলিন্ডার স্টোর করা হয়, প্রয়োজনীয় ইন্সপেকশন হয় কি না? এগুলো যেন ইন্সপেকশন করা হয়।

প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখে তিনি আরও বলেন, ‘রোববার (২৭ জুন) রাতে যে দুর্ঘটনা ঘটল এর কারণ, এর প্রতিকার এবং এত মানুষ মারা গেল এতে কি কোনো ক্ষতিপূরণ দেয়া হবে? যেসব হোটেল-রেস্টুরেন্টের কারণে ঘটনা ঘটছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে কি না? বিষয়ে একটি বিবৃতি দিতে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।

নূর/এম. জামান

আর্কাইভ