• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফরহাদ মজহার বললেন জাফরুল্লাহর জীবন থেকে তরুণদের শিক্ষা নিতে হবে

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৬:২৯ পিএম

ফরহাদ মজহার বললেন জাফরুল্লাহর জীবন থেকে তরুণদের শিক্ষা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, মুক্তিযুদ্ধ করার মানেই এ দেশের গরিব এবং লাঞ্ছিত মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করা। মুক্তিযুদ্ধ মানেই সারা পৃথিবীতে আমাদের তরুণদের সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা। গণস্বাস্থ্যের অভিজ্ঞতা ডা. জাফরুল্লাহকে আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, তরুণদের কাছে আমার আবেদন থাকবে ড. জাফরুল্লাহ চৌধুরীর জীবন থেকে আমাদের জীবনবোধ সম্পর্কে শেখার আছে। জীবন বলতে কী বোঝায় তা তিনি শিখিয়েছেন। বাংলাদেশকে গড়ে তোলা এবং নতুনভাবে গড়ে তোলা, স্বাস্থ্য ও পুষ্টি সমস্যার সমাধান করা, নদীগুলো উদ্ধার করা, বিষ ব্যবহার বন্ধ করা, বাংলাদেশের জন্য যা কিছু ক্ষতিকর সেগুলো বন্ধ করাই ছিল তার আদর্শ।  সেটাই ছিল মুক্তিযুদ্ধের আদর্শের আরেকটি অংশ।

তিনি বলেন, জাফরুল্লাহ ভাই তার মতো করে গরিব ও সাধারণ মানুষের জন্য ডায়ালাইসিস সেন্টার স্থাপন করেছেন। দেশের প্রতি তার অকৃত্রিম দায়বদ্ধতা তরুণদের জন্য অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে, তার জীবন থেকেই তরুণ প্রজন্মকে শিখতে হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

বারডেম হাসপাতালের হিমাগার থেকে ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পরে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতারা, রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

জাফরুল্লাহ চৌধুরী বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এর মধ্যে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ