• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৩:৩৭ এএম

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে মো. কালু মিয়া (৭৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম।

কারা সূত্র জানায়, কালু মিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তার বাবার নাম মোখলেছুর রহমান। তিনি একটি অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত বলে জানা গেছে। গত বছরের ১৬ মে থেকে তিনি কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার ইব্রাহীম জানান, সোমবার বিকেলে কালু মিয়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এডিএস/

আর্কাইভ