• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সীমিত নয়, পুরোই খোলা সরকারি-বেসরকারি অফিস

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০১:০২ পিএম

সীমিত নয়, পুরোই খোলা সরকারি-বেসরকারি অফিস

তরিকুল ইসলাম সুমন

সারা দেশে চলছে লকডাউন। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সীমিত পরিসরের কথা বলা হলেও চালু রয়েছে সব সরকারি-আধাসরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস-আদালত। 

বিভিন্ন ব্যাংক, বীমা, সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর ব্যত্যয় ঘটেনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। লকডাউনের মধ্যেও সচিবালয়ে উপস্থিতিতে কোনো কমতি নেই। যা প্রমাণ করে সচিবালয়ের যানবাহনের উপস্থিতি। 

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল হাছনাত হুমায়ুন কবির সিটি নিউজকে বলেন, ‘এখন অর্থবছরের শেষ। যে কারণে সব মন্ত্রণালয়, বিভাগসহ বেসরকারি অফিস তাদের বছরের শেষ হিসাব-নিকাশে ব্যস্ত। মূলত সীমিত পরিসরে দোকানপাটসহ অন্যান্য বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। সরকার চাইলে অফিস-আদালত বন্ধ রাখতে পারে, কিন্তু প্রয়োজনীয় হিসাব-নিকাশ শেষ করতে সমস্যা হবে। এ কারণেই জুলাই মাসে কঠোর লকডাউনের কথা বলা হয়েছে। 

তিনি আরও বলেন, প্রয়োজন রয়েছে আর্থিক হিসাব শেষ করার। এ কারণে লকডাউনের মধ্যেও সরকারি ও বেসরকারি অফিসে উপস্থিতি স্বাভাবিকের মতোই রয়েছে। এ সময়ে বিভিন্ন প্রকল্প, কর্মপরিকল্পনার হিসাব শেষ করার বিধান রয়েছে। 

বেসরকারি এবি ব্যাংক, যমুনা ব্যাংক, পুবালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে,  তাদের ব্যাংকে প্রায় উপস্থিতি ৯৫ শতাংশ। ইমার্জেন্সি ছাড়া কোনো কর্মকর্তাকে ছুটি দেয়া হয়নি। অর্থবছরের এ সময়ে সবাইকে খুব ব্যস্ত থাকতে হয় ইয়ার ক্লোজিংয়ের জন্য।

বেসরকারি রেডিমেট গার্মেন্ট এসএম নীট ওয়্যারের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, লকডাউনে তাদের ফ্যাক্টরিতে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কারণ সামনে ঈদ এবং কিছু শিপমেন্ট রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা কাজ করছে। তাদের পরিবহনের জন্য গাড়িরও ব্যবস্থা করা হয়েছে। 

এর আগে ২৭ জুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিন দিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টায় শেষ হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস।

তরিকুল/সবুজ/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ