• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

গ্রেপ্তার ৮ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৭:৪৯ পিএম

গ্রেপ্তার ৮ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় গ্রেপ্তাদের আজ সকালে ভাটারা থানায় নাশকতার মামলা দিযে আদালতে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজিব জানান, সেলিম উদ্দিনসহ জামায়াতের আট নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তাররা হলেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তর মহানগরী মজলিসের শুরার সদস্য ও বসুন্ধরা আবাসিক এলাকার আমীর আবুল বাশার (৪০), বসুন্ধরা আবাসিক এলাকা জামায়াতের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ (88), মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য আনোয়ারুল হক ওরফে আনোয়ার হোসেন মোল্লা (৬৩), সমর্থক শিব্বির আহম্মদ (৬০), ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৯), ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলী (৫৫) ও আব্দুল হাকিম সরকার (৬৩)।


এডিএস/

আর্কাইভ