• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জেলা প্রশাসনের সহায়তা পেতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভিড়

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০১:০৭ এএম

জেলা প্রশাসনের সহায়তা পেতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার (৬ এপ্রিল) বিকেল থেকে এ অস্থায়ী তথ্য ও সহয়তা কেন্দ্রে চালু করা হয়।

এ সময় শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে হাতে দোকানের ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো ও এনআইডি কার্ড নিয়ে তালিকায় নাম লেখাতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

হাতে দোকানের ক্যাশ মেমো নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইমরান হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, জেলা প্রশাসন বলেছে, তালিকায় নাম ওঠালে সহায়তা পাওয়া যাবে। তাই নাম লেখাতে এসেছি।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান বলেন, প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। তথ্য ও সহয়তা কেন্দ্রে একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করতে পারবেন।


তিনি বলেন, এনআইডি, ট্রেড লাইসেন্স, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে কিংবা আগুনে পুড়ে গেলে তথ্য কেন্দ্রে জিডি করতে পারবেন।

আর্কাইভ