প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৩:২৫ এএম
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য পদ পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সম্মানজনক এই অর্জনকে ‘জীবনের অন্যতম বড় প্রাপ্তি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
দীর্ঘ ১৯ বছর বাংলাদেশের ক্রিকেটে অনন্য অবদানের জন্য টাইগারদের সাবেক অধিনায়ককে ক্রিকেটের আইন প্রণেতা এমসিসি এ সম্মাননা দিয়েছে।
এরপর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান মাশরাফী। লিখেছেন, ‘এমসিসি`র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেলর, ইয়ন মরগানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’
বাংলাদেশ থেকে আগেও একজন আজীবন সদস্যপদ পেয়েছেন। তিনি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য পেয়েছিলেন। ২০০৩ সালে ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব ক্যাটাগরিতে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী।
সম্মাননা প্রাপ্তদের খুব দ্রুতই চিঠি পাঠাবে এমসিসি। পরে যেকোনো সময় সম্মাননা গ্রহণ করতে পারবেন নির্বাচিতরা। ২০২১ সালে শেষবার আজীবন সদস্যপদ দিয়েছিল এমসিসি। অ্যালিস্টার কুক, জ্যাক ক্যালিস, হরভজন সিং, সারাহ টেইলরসহ ১৮ জন ক্রিকেটারের নাম ছিল তালিকায়।
জেকেএস/