• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

গণভবনে এলো গোপালগঞ্জে উৎপাদিত সবজি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০২:৩৪ এএম

গণভবনে এলো গোপালগঞ্জে উৎপাদিত সবজি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে’।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে চাষ করা হয় বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদিত সেই সব শাক-সবজি ও ফলমূল গণভবনে আনা হয়েছে।


গোপালগঞ্জের পতিত জমিতে উৎপাদিত শাক-সবজি বুধবার (৫ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়।

শাকসবজিগুলো দেখে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন।

তার আহ্বানে সাড়া দিয়ে পতিত জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ গণভবনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ