• ঢাকা সোমবার
    ০৩ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৬:৪২ পিএম

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়েশা মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 
নিহত আয়েশা মনি একই এলাকার আলিউর রহমান ও দুলালী বেগমের মেয়ে। সে স্থানীয় নুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতো।

পরিবারের বরাত দিয়ে সাতমেড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওযার্ডের সদস্য হেলাল উদ্দীন বলেন, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ক্ষেতে মা দুলালী বেগমের সাথে শাক তুলতে যায় আয়েশা মনি। শাক তোলা শেষে মা বাড়ি ফিরে এলেও মেয়ে আয়েশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর উপজেলার জগদল বাজারে নিয়ে এলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আর্কাইভ