• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এনেক্সকো টাওয়ারে এখনো ছিটানো হচ্ছে পানি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৪:৫৬ পিএম

এনেক্সকো টাওয়ারে এখনো ছিটানো হচ্ছে পানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে আগুন সাড়ে ৬ ঘণ্টা পর দুপুরের দিকে নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছিটানো হচ্ছে।

বুধবার (৫ এপ্রিল) সকালে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে গিয়ে দেখা গেছে, পূর্ব দিকের ৫ তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের ৪র্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা দুইটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হচ্ছে।

এনেক্সকো ভবন সংলগ্ন মহানগর কমপ্লেক্স মার্কেটের দোকান মালিক সমিতির পরিচালক শেখ মো. শাকিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ভবনের ভেতরে আগুন জ্বলছে বলে জানান।

এনেক্সকো টাওয়ারের ইমরান গার্মেন্টসের কর্মী হাবিবুর রহমান বলেন, উপরে শুধু কাপড়ের দোকান। সেখানে কাপড়ের গোডাউন থাকায় অনবরত ধোঁয়া বের হচ্ছিল। এছাড়া অবশিষ্ট মালামালের যেন ক্ষতি কম হয় তাই পানি ছেটাচ্ছে ফায়ার সার্ভিস। আর এর মধ্যেই আমাদের মতো দোকানগুলোর লোকজন মালামাল বের করার চেষ্টা করছে।

আর্কাইভ