• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

৫ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৮:৫৪ পিএম

৫ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরসহ ৫ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গাজীপুর সিটি ২৫ মে, খুলনা-বরিশাল ১২ জুন, রাজশাহী-সিলেট ২১ জুন ভোট হবে বলে তফসিলে জানানো হয়।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের এক বৈঠক হয় আজ সোমবার (৩ মার্চ)। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।

ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। এরপর প্রার্থিতা প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

এ ছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে ২১ জুন ভোট হবে বলে জানায় ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

এএল/

আর্কাইভ