• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিদেশি বিবৃতি আমলে নেয়া জরুরি নয়- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১০:০০ পিএম

বিদেশি বিবৃতি আমলে নেয়া জরুরি নয়- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম আলোর সাংবাদিক গ্রেফতারের বিষয়ে বিদেশি বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন অংশীদারদের বিবৃতি আমলে নেয়া জরুরি নয় বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।

বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সুরক্ষার জায়গাটি কোথায়? বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এটি এত ঠুনকো নয়। আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে এবং যেটাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শক্ত হাতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ ধরনের (বিদেশিদের) মন্তব্য, বিবৃতি বা অন্য কোনো কিছুই কখনো বাধা হয়ে দাঁড়ায়নি এবং হবেও না। রাষ্ট্র পরিচালনায় সবারই কম-বেশি চ্যালেঞ্জ আছে মন্তব্য করে তিনি বলেন, যে দেশগুলো বিবৃতি দেয়, সেখানে আইন করা হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে ৭ বছরের জেল হবে। সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে। তিনি বলেন, আমি বিবৃতি দেখিনি।

এটির টেকনিক্যাল বিষয়টি দেখার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। আর আইনগত বিষয়টি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের যে অর্জন, শুধু অর্থনীতিতেই নয়, দায়বদ্ধতার ক্ষেত্রেও আমাদের যে অর্জন পৃথিবীর বেশিরভাগ দেশে সেটি নেই। সে জায়গা থেকে বলতে চাই, এ ধরনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না।


এএল/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ