• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভালোবাসা তোর জন্য

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ১০:৫৯ পিএম

ভালোবাসা তোর জন্য

নবনীতা সই

শব্দের আকরে আমি তোকে এঁকেছি,
ছুঁয়েছি শব্দ দিয়ে৷
বেদনার আঙ্গিকে তোকেই পেয়েছি,
সুখের যাতনা নিয়ে৷
পুড়ে যাওয়া হৃদয়ে সবুজ তুই ,
ভালোবাসায় ডোবানো৷
হতাশার মাঝেই বেঁচে থাকিস,
হাজার স্মৃতিতে জড়ানো৷
তুই থাকিস,  তুই রাখিস,
আমাকে নিরন্তর আগলে৷
আজও আমি চিরনতুন ,
শুধু তোকে একবার ভাবলে৷
কতদিন যাবে , আসবে যে দিন,
তুই আমি চিরন্তন ৷
তুই আমার যাতনায় থাকিস,
তাই তো বেদুইন মন৷
ভালোবেসে রেখেছি তোকে,
প্রহরে প্রহরে জানাস দিস৷
চেতনায় তুই অবচেতন,
তবুও তুই থাকিস অহনির্শ৷ 
আমি আবার আসবো পেতে,
তোকেই চাইবো দিনরাত ৷
নিঃশব্দতায় শব্দ তুই আমার,
চাতকের ধারাপাত ৷

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ