• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৮:০৩ পিএম

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের নাম- মো. শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মো. মহিউদ্দিন ডালিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টা ৪৫টায় পল্লবীর বাউনিয়াবাদ কালসী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, গোপন সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি অস্ত্র-গুলি বিক্রির জন্য বাউনিয়াবাদ কালসী মহাসড়কের পাশে একটি দোকানের সামনে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অস্ত্র-গুলি কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান পল্লবী থানার ওসি।

 

এএল/

আর্কাইভ