• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কক্সবাজারে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

প্রকাশিত: মে ২, ২০২১, ০৩:৩০ পিএম

কক্সবাজারে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ছমিরা আক্তার (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাইন্যারডেইল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ ওই এলাকার বোরহান উদ্দিনের স্ত্রী। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়েছিলো এবং তাদের ১১ মাসের একটি শিশুও রয়েছে। 

ছমিরা আক্তারের মা দিলোয়ারা বেগম বলেন, 'বোরহান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করে। চাকরির সুবাধে উখিয়া জামতলী এলাকায় তারা ভাড়া বাসায়  থাকতেন। কাউকে কিছু না জানিয়ে এক মাস আগে ওই ভাড়া বাসা থেকে মেয়ে ও নাতিকে নিয়ে বোরহান তার বাপের বাড়িতে চলে যায়।'

'এরপর থেকেই আমার মেয়েকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। ছমিরা কয়েকবার আমাকে কান্না করে মারধরের বিষয়ে বলেছে। আজ বিকেলে খবর আসে আমার মেয়ে নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে।' বলেন  দিলোয়ারা বেগম।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, 'স্থানীয়রা খবর দিলে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী বোরহান উদ্দিন পলাতক রয়েছেন। 
আর্কাইভ