প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:৪৯ পিএম
নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে দৃষ্টিশক্তি হারানো সাকিব মাহমুদুল্লাহকে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ব্যাটালিয়ন কার্যালয়ে তার হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি।
সাকিব সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার মৃত. আকবর আলীর ছেলের ছেলে রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
অনুষ্ঠানে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সহকারী পরিচালক জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ ছাড়া বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ জানান, সাকিব গত ১৮ জুলাই সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন এবং দৃষ্টিশক্তি হারান। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেছে।
৫৬ বিজিবি’র অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান ছাড়াও স্বনির্ভর করে জীবনমান উন্নত করার প্রয়াস বিজিবি কর্তৃক অব্যাহত থাকবে।