নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপাল থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে আগামী মাসে চূড়ান্ত চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (২৭ জুন) সচিবালয়ে কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ কেন্দ্র বাতিল নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘২০৪০ সালের মধ্যে ৪০ শতাংশ জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি থেকে নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্টের দাম এখনও সহনীয় পর্যায়ে আসেনি। প্রচুর জায়গা লাগে, এছাড়া বিদ্যুতের উৎপাদন খরচও বেশি। এই সেক্টরে নতুন প্রযুক্তি কীভাবে বাড়ানো যায় আমরা সেই চেষ্টা করছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন গুরুত্ব দিচ্ছি, বিশেষ করে রিনিউঅ্যাবল এনার্জির ক্ষেত্রে নেপাল ও ভুটান থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসা। আমরা আশা করছি আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে।’
কনসার্ন পাওয়ার প্ল্যান্ট প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসে প্যারিসে মিটিং আছে। সেই মিটিংয়ে মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে কথা হবে। বিশেষ করে সুন্দরবনের রামপাল নিয়ে আলোচনা হবে।
তরিকুল/সবুজ/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন