• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ’

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৯:২২ পিএম

‘আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ’

আরাভ খান। ছবি: ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুবাইতে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে বাংলাদেশ থেকে পাঠানো রেড নোটিশ গ্রহণ করেছে ইন্টারপোল। একই সঙ্গে আরাভের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার (২০ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘পুলিশ হত্যা মামলায় যে নামে অভিযোগপত্র হয়েছে সে নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। আমার কাছে খবর এসেছে ইন্টারপোল এটি গ্রহণ করেছে। এখন বাকি কাজ তারা করবেন।’
আইজিপি বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন একজনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাবো।’

 

আরিয়ানএস/এএল

আর্কাইভ