• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাড়িতে না জানিয়ে বিয়ের আগেই প্রি-হানিমুন সারলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১২:৫৩ এএম

বাড়িতে না জানিয়ে বিয়ের আগেই প্রি-হানিমুন সারলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বিয়ের আগেই হানিমুনে গেলেন টলিউড ইন্ড্রাস্ট্রির দুইজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অঙ্কুশ এবং ঐন্দ্রিলা! তাও আবার বাবা মাকে লুকিয়ে! হ্যাঁ, তেমনটাই অভিনেতা নিজেই পোস্ট করে জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁদের প্রি-হানিমুনের একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

কিছুদিন আগেই অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের বিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এত বছর সম্পর্কে আছেন কবে বিয়ে করবেন সেটা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বা দা) থেকে অনেককেই তাঁদের বিয়ে নিয়ে কথা বলতে শোনা যায়। অবশেষে দেখা যায় সবটাই তাঁদের আগামী ছবির প্রমোশন ছিল। আগামীতে তাঁদের নতুন ছবি লাভ ম্যারেজ মুক্তি পেতে চলেছে। এই প্রথম পর্দায় জুটি বাঁধবেন রিয়েল লাইফ কাপল ঐন্দ্রিলা এবং অঙ্কুশ।

কিন্তু এবার রিয়েল এবং রিল, দুই লাইফের একটিতেও বিয়ে না সেরে তাঁরা চুপি চুপি তাঁদের বাবা মাকে না জানিয়ে প্রি-হানিমুন সারতে গেলেন! কোথায়? গোয়ায়! ইনস্টাগ্রামে আবার সেই কথা ফলাও করে বললেনও অভিনেতা! অঙ্কুশ তাঁর সোশ্যাল মিডিয়া লেখেন, ‍‍`আমাদের প্রি-হানিমুন ট্রিপ । ২৯ দিন আর বাকি তো? ভাবলাম একটু প্রি-হানিমুন সেরে আসি। ভাবছেন তো যাঁদের বাবা মা এরকম তাদের কে এড়িয়ে কিভাবে এটা সম্ভব হল? জানাব সব আপনাদের । বলেছিলাম না বিয়ে অবদি আমাদের জীবনে কী কী ঘটছে সব জানাব। অপেক্ষা করুন।‍‍`

আসলে এটাও তাঁদের আগামী ছবির প্রমোশন একপ্রকার। যদিও তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি বিচে তিনি ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে আছেন। তাঁর পরনে সাদা শার্ট এবং প্যান্ট। অন্যদিকে ঐন্দ্রিলার পরনে প্রিন্টেড শর্ট জাম্পস্যুট। আরেকটি ছবিতে তাঁদের একে অন্যকে জড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলতে দেখা যায়। ঐন্দ্রিলার পরনে পলকা ডট টপ এবং প্রিন্টেড কালো প্যান্ট। অন্যদিকে অঙ্কুশ একটি টিশার্ট এবং কালো প্যান্ট পরে আছেন।

অনেকেই তাঁদের পোস্টে মতামত জানিয়েছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য এক পোস্টে লেখেন, ‍‍`উফ, উফ।‍‍` আরেক ব্যক্তি লেখেন, ‍‍` এইসব প্রি-হানিমুন তোমাদেরই মানায়। আমাদের তো থাক আর বললাম না।‍‍` অন্য এক নেটিজেনের বক্তব্য হল, ‍‍`আর পারা যাচ্ছে না। সেই প্রেম। এবার বিয়েটা হোক।‍‍`

আর্কাইভ