• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন, নিহত ১

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৬:০৭ পিএম

নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডালপট্টিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. আওলাদ হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন ওই ভবনে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। এসময় অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে মো. আওলাদ হোসেনকে (৫৫) মৃত ঘোষণা করে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রবি দত্ত (৪০), মো. হোসেন (৫০) ও মো. হযরত আলী (৪৮)। হতাহতরা সবাই শ্রমিক।

 

 

এএল/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ