• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল আর্মির গুলিতে ১ সেনা সদস্য নিহত, আহত ২

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০১:০২ এএম

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল আর্মির গুলিতে ১ সেনা সদস্য নিহত, আহত ২

সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন। ছবি: আইএসপিআর

সিটি নিউজ ডেস্ক

বান্দরবানের রুয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গুলিতে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ সেনা সদস্য।
আজ সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের কাজে থাকা দলের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদের ওপর গতকাল দুপুর ১টার দিকে কেএনএ অতর্কিত গুলিবর্ষণ করে।


এ সময় সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন এবং ২ সেনা সদস্য আহত হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।  
আইএসপিআর জানিয়েছে, নিহত নাজিম উদ্দিন গত ৩০ বছর ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি রংপুর সদরের ঘাঘটপাড়া গ্রামে। তার মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

 

আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ