• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

স্ত্রী খুনের মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের বিচার শুরু

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১২:০৪ এএম

স্ত্রী খুনের মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের বিচার শুরু

ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

স্ত্রী খুনের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারক। আগামী ৯ এপ্রিল থেকে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আদালত।
সোমবার (১৩ মার্চ) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি আব্দুর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ গঠনের শুনানির সময় বাবুল আক্তারসহ পাঁচ আসামির সবাই আদালতে হাজির ছিলেন। আদালত তাদের দোষী নাকি নির্দোষ, জানতে চাইলে সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।


এদিকে, বাবুল আক্তারের আইনজীবী শিশির মনির জানান, অভিযোগ গঠন থেকে বাবুল আক্তারকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। আদালত সেটা খারিজ করে দিয়েছেন। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে বাবুলকে চট্টগ্রাম কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত।
চাঞ্চল্যকর এ মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।


আরিয়ানএস/

আর্কাইভ