প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১০:৩১ পিএম
খালেদা জিয়া মেট্রিক ফেইলড আর জিয়াউর রহমান মেট্রিক পাস মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষায় পিছিয়ে থাকলেও বিএনপি নেত্রী ও তার ছেলে বোমা মারা, লুটপাট, মানি লন্ডারিং, দুর্নীতি ও এতিমের অর্থ আত্মসাতে এক্সপার্ট।
শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া নাকি মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তিনি শুধু অঙ্ক আর উর্দুতে পাস করেছেন। উর্দু পাকিস্তানের ভাষা- এটা তার খুব প্রিয়। আর অঙ্কতো টাকা গোণায় কাজে লাগে- ওই দুইটাতেই পাস করেছেন; আর কোনোটাতে পাস করতে পারেননি। খালেদা জিয়া মেট্রিক ফেইলড আর জিয়াউর রহমান মেট্রিক পাস। তাদের ছেলে একবার এই স্কুল ওই স্কুল শেষে কোথা থেকে জানি সার্টিফিকেট ম্যানেজ করেছেন। এই তাদের অবস্থা; কী পাস করেছে কেউ জানে না। তবে বোমা মারা, লুটপাট, মানি লন্ডারিং, দুর্নীতি ও এতিমের অর্থ আত্মসাতে তারা এক্সপার্ট। তাই বাংলাদেশের মানুষ লেখা-পড়া শিখবে এটা তারা চায় না।’
আরিয়ানএস/এএল