• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
সিদ্দিক বাজার ট্রাজেডি

দগ্ধ আজমের মৃত্যু, নিহত বেড়ে ২৩

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৯:১৩ পিএম

দগ্ধ আজমের মৃত্যু, নিহত বেড়ে ২৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩০) নামে আরও একজন মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আইসিউতে মারা যান আজম। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
মির্জা আজম সিদ্দিক বাজারে বাংলাদেশ সেনেটারি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর সে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল।


নিহত আজমের মামা বাবুল আক্তার জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার গোশিংগা গ্রামে। বর্তমানে মগবাজার নয়াটোলা এলাকায় থাকতো। বাবার নাম শাজাহান মৃধা। সিদ্দিক বাজারে বাংলাদেশ সেনেটারির কর্মচারী ছিল সে।
মগবাজার নয়াটোলায় স্ত্রী রিনা আক্তার ও এক মেয়েকে নিয়ে থাকতো আজম। তার স্ত্রী দেড় মাসের অন্তঃসত্ত্বা।
এ নিয়ে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে।

 

আরিয়ানএস/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ