• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গুলশানে সড়ক দুর্ঘটনায় ঠেলাগাড়ি চালক নিহত

প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০৪:২৯ পিএম

গুলশানে সড়ক দুর্ঘটনায় ঠেলাগাড়ি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুন) বেলা পৌনে ১২টার দিকে গুলশানের কোকাকোলা মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, কয়েকজন ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছিল। সময় গুলশান কোকোকোলা মোড়ে পৌঁছালে একটি পিকআপভ্যান তাদের ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে ঠেলাগাড়ি চালক বাবুল মিয়া (৪৪) গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। সে পালিয়ে গেছে।

ডব্লিউএস/নির্জন

আর্কাইভ