• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
গুলিস্তানে বিস্ফোরণ

নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২১

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৮:৩৫ পিএম

নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২১

সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মেহেদি হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার (৯ মার্চ) তৃতীয় দিনের উদ্ধার অভিযানে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিন সকালে উদ্ধার অভিযানে গিয়ে ফায়ার সার্ভিস জানায়, বেসমেন্টে পানি জমে থাকায় ঝুঁকি নিয়েই চলছে উদ্ধার অভিযান। স্বপনকে উদ্ধারের ওপরই বেশি জোর দিয়েছিলেন তারা। এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেসমেন্টে অনেক পানি জমে থাকায় সেটিও নিষ্কাশনের চেষ্টা চলছে।

 
এদিকে সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা। তারা বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে, নাকি সংস্কার হবে, তা দুপুরের মধ্যেই জানা যাবে।
এছাড়া মিথেন গ্যাসের ভয়াবহতা এড়াতে রাজধানীর বেসমেন্টকেন্দ্রিক মার্কেটগুলো সাত দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন রাজউকের উন্নয়ন বিভাগের সদস্য তন্ময় দাস।

 

আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ