• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
গুলিস্তানে বিস্ফোরণ

বেসমেন্ট থেকে দেহাংশ উদ্ধার

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১১:২৮ পিএম

বেসমেন্ট থেকে দেহাংশ উদ্ধার

বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটি ডগস্কোয়াড দিয়ে পরীক্ষা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ৭ তলা ভবনের বেসমেন্ট থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার।


তিনি বলেন, ‍‍`বিস্ফোরণে বিধ্বস্ত ৭ তলা ভবনের বেসমেন্ট থেকে মানুষের কোমরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। পরে সেটি র‌্যাবের ডগস্কোয়াড দিয়ে পরীক্ষা করা হয়।‍‍`
‍‍`এ কারণে ভবনটিতে কোনো মরদেহ আছে কি না, ডগস্কোয়াড দিয়ে পরীক্ষার পর ধংসস্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে‍‍`, যোগ করেন তিনি।


আরিয়ানএস/

আর্কাইভ