• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
গুলিস্তানে বিস্ফোরণ

অভিযানে ২ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১০:৫২ পিএম

অভিযানে ২ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর গুলিস্তানে গতকাল বিস্ফোরণের ঘটনার পর আজ বুধবার বিকেলে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- আনিকা এজেন্সির মালিক মোমিন উদ্দিন সুমন (৪৮) ও কর্মচারী রবিন হোসেন (২০)।
এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। 


ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান সিটি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এ উদ্ধার অভিযান শুরু করে।
পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসারমো. জহির জানান, রাজউকের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর তারা উদ্ধার অভিযান শুরু করে।
গতকাল বিকেলে সিদ্দিকবাজারে ওই বিস্ফোরণের ঘটনায় শতাধিক আহত হয়েছেন। 


আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ