• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গুলিস্তানে বিস্ফোরণ: তথ্য মিলল ১৮ মরদেহের

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১০:৪৭ পিএম

গুলিস্তানে বিস্ফোরণ: তথ্য মিলল ১৮ মরদেহের

গুলিস্তানে বিস্ফোরণে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করেছে জেলা প্রশাসন। এছাড়া আরও দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জোর করে স্বজনরা নিয়ে গেছেন বলে জানা যায়। সেই হিসেবে এ পর্যন্ত  মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮।
এ বিস্ফোরনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ভর্তি আছে। তাদের মধ্যে দুইজন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন।  
এছাড়া ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
তিনি জানান, আহতদের ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা বেশি আশঙ্কাজনক। বাকিরাও শঙ্কামুক্ত নন। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকার দেওয়ার পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের হাতেও চিকিৎসার জন্য ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন।


ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘হতাহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাৎক্ষণিক এ সহায়তা অর্থ দেওয়া হচ্ছে।’
বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। অপরদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে একটি সাততলা ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ১৮ জনের মধ্যে ১৬ জনের নাম পরিচয় জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। 
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো ভবনই ধসে পড়েনি। সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান ছিল। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।


আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ