• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
গুলিস্তানে বিস্ফোরণ

অবশেষে পাওয়া গেল ছাড়পত্র, শুরু উদ্ধার অভিযান

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১০:২৯ পিএম

অবশেষে পাওয়া গেল ছাড়পত্র,  শুরু উদ্ধার অভিযান

ফায়ার সার্ভিসের কর্মীরা বিস্ফোরণস্থল পরিষ্কার করতে করতে বেজমেন্টে ঢোকার চেষ্টা করছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে ঘটনায় আজ বুধবার সকাল থেকে জাতীয় কমিটির ছাড়পত্র না পাওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে উদ্ধার কাজ শুরু করতে পারছিল না ফায়ার সার্ভিস। অবশেষে আজ দুপুর সাড়ে ৩টা থেকে তারা কাজ শুরু করেছে।
ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে ঘটনায় আজ বুধবার সকাল থেকে জাতীয় কমিটির ছাড়পত্র না পাওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে উদ্ধার কাজ শুরু করতে পারছিল না ফায়ার সার্ভিস। অবশেষে আজ দুপুর সাড়ে ৩টা থেকে তারা কাজ শুরু করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন। আরও অন্তত ৩-৪ জন ভবনটির ভেতরে আটকে আছেন বলে দাবি করছেন স্বজনরা। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করার পর স্বজনরা তাকিয়ে আছেন উদ্ধারকারী দলের দিকে।


আজ দুপুরে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা বিস্ফোরণস্থল পরিষ্কার করতে করতে বেজমেন্টে ঢোকার চেষ্টা করছেন। ওই এলাকার চারপাশে উৎসুক মানুষ ভিড় জমিয়ে রেখেছেন এবং সেখানে রয়েছেন নিখোঁজ কয়েকজনের স্বজনরাও।  র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপ-পরিচালক মেজর মশিউর বলেন, ‍‍`এখন পর্যন্ত প্রায় ৩-৪টি পরিবার প্রাথমিকভাবে আমাদের বলেছে যে তাদের আত্মীয়রা নিখোঁজ। তাই আমাদের ধারণা ভবনের ভেতরে কেউ আটকে থাকতে পারে।‍‍` পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জহির দুপুর সাড়ে ৩টার দিকে জানান, তারা উদ্ধার অভিযান শুরু করেছেন।
তিনি বলেন, ‍‍`আমরা সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশল বিভাগ থেকে কিছু নির্দেশনা পেয়েছি। সব সংস্থার সমন্বয়ে আমরা আবার উদ্ধার অভিযান শুরু করেছি।‍‍`


আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ