
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৯:৩৩ পিএম
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর আজ বুধবার সকালের দৃশ্য।
রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তবে এখনও পাঁচজনের হদিস মিলছে না। এদের সন্ধানে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটছে স্বজনরা। ভোর থেকে ভিড় জমিয়েছেন ঘটনাস্থলেও। তবে, এখনও পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের দাবি ভবনের নিচে চাপা পড়ে আছেন তারা।
আজ বুধবার (৮ মার্চ) ভোর হওয়ার পর থেকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে জড়ো হয়েছেন।
ঢামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, যে পাঁচজনকে স্বজনরা এখনও খুঁজে পাননি তারা হলেন- বাংলাদেশ স্যানিটারি নামের দোকানের কর্মচারী মেহেদী হাসান স্বপন, পথচারি ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া, আনিকা এজেন্সীর মালিক মোমিন উদ্দিন সুমন, স্যানিটারি কর্মচারি রবিন হোসেন ভূইয়া ও পথচারী মো. মালেক (১৪)। এখনও স্বজনদের আশা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের বেজমেন্টে আটকে থাকতে পারেন অনেকে। এদের মধ্যে আনিকা এজেন্সির মালিক মোমিন উদ্দিন সুমনের ঘটনাস্থলে মানিব্যাগ পাওয়া গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।
আরিয়ানএস/