প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০১:৫৪ এএম
রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে এ বিস্ফোরণ হলো তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহিত উদ্দিন আহমেদ জানান, গুলিস্তানে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি।
সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষের আনাগোনা ছিল। হঠাৎ বিস্ফোরণ হওয়ায় অধিকাংশই ভেতরে আটকে পড়েছেন। এরইমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনটির ভেতরে আরও কেউ আহত অবস্থায় আটকা পড়েছেন কি-না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরিয়ানএস/