• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গুলিস্তানে বিস্ফোরণ: রক্তদাতাদের ঢাকা মেডিকেলে যাওয়ার আহ্বান

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১২:৩১ এএম

গুলিস্তানে বিস্ফোরণ: রক্তদাতাদের ঢাকা মেডিকেলে যাওয়ার আহ্বান

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে। এ অবস্থায় আগ্রহী রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 
এদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ৮ জনের মধ্যে ছয়জন পুরুষ ও দুই জন নারী।  


উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে।  
বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।


আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ