প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৯:৪৯ পিএম
কলকাতা থেকে আজ সোমবার সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। কিন্তু মাঝ আকাশেই এর চাকার টায়ার ফেটে যাওয়ার সংকেত পান পাইলট। বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যেও। শেষ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির জরুরি অবতরণ করা হয়।
জানা গেছে, বিমানের বিজি-৩৯২ ফ্লাইটটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফটি অবতরণের পর তারা সবাই নিরাপদে বেরিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, উড়োজাহাজের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। তবে পাইলটের দক্ষতায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সেটি নিরাপদে অবতরণ করা গেছে।
আরিয়ানএস/