• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো বসিয়ে রাখতে চায় বিদ্যুৎ বিভাগ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০৭:২১ পিএম

ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো বসিয়ে রাখতে চায় বিদ্যুৎ বিভাগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো বসিয়ে রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। নীতিনির্ধারকদের আশা, কয়লা, গ্যাস ও ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুতের ওপর ভর করেই মেটানো যাবে গ্রাহক চাহিদা।
উৎপাদন ব্যয় বেশি হওয়ায় দেশে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র নিয়ে বহুদিন ধরেই রয়েছে নানামুখী আলোচনা। গত বছর জুলাইয়ে সাশ্রয়ী নীতিতে বন্ধ করে দেয়া হয় ডিজেলভিত্তিক সব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। তবে লোডশেডিং পরিস্থিতি সামাল দিতে অনেকটা বাধ্য হয়েই আগস্টে আবারও ফিরতে হয় এসব কেন্দ্রে।
তবে এবার আর সেদিকে যেতে চাইছে না বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে ঘোষণা দেয়া হয়েছে, জুনের পর থেকে ডিজেলভিত্তিক সব কেন্দ্র বন্ধ করে দেয়ার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) যেখানে ইউনিটপ্রতি পাইকারি বিদ্যুৎ ৭ টাকা দরে বিক্রি করছে বিতরণ কোম্পানিগুলোর কাছে, সেখানে গত অর্থবছরেও ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়েছে ৩৫ টাকার বেশি।
এমন পরিস্থিতিতে ব্যয় সাশ্রয় আর ডলারের ওপর চাপ কমাতে আমদানি করা এ জ্বালানিতে নির্ভরশীল কেন্দ্রগুলো এবার বসিয়ে রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। আর এ সিদ্ধান্তের পাশাপাশি ভরসা জোগাচ্ছে পায়রা-রামপাল-আদানির মতো কয়লাভিত্তিক কেন্দ্র। আবারও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি শুরু হওয়ায় গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতেও জ্বালানি সরবরাহ বাড়ার আশা বিদ্যুৎ বিভাগের।


পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী গ্যাস, কয়লা পেলে ডিজেলে এই মুহূর্তে আমাদের হাত দেয়ার প্রয়োজন হবে না। গ্যাস থেকে ৬ হাজার মেগাওয়াট প্লাস, আর কয়লা থেকে সাড়ে ৩ হাজার মেগাওয়াটের মতো হতে পারে। বাকিটা লিকুইড ফুয়েল ফার্নেস অয়েল থেকে পাব। এখান থেকে মোটামুটি ৫ হাজার মেগাওয়াট হলেই আমাদের হয়ে যাবে।’
বেশি উৎপাদন ব্যয়ের হওয়ায় ডিজেলনির্ভরতা থেকে বের হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে একইসঙ্গে অন্য জ্বালানির পর্যাপ্ত সংস্থান নিশ্চিত করতে না পারলে শঙ্কা রয়েছে বিপর্যয় বাড়ার।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আগে নিশ্চিত করতে হবে অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত জ্বালানির সংস্থান। এক্ষেত্রে গ্যাপটা কমাতে হবে। আমাদের গ্যসক্ষেত্র থেকে বেশি পরিমাণ গ্যাস উৎপাদন করতে হবে। যদি গ্যাস, কয়লা এবং সৌর এই ৩টা জ্বালানি দিয়ে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং তেলটাকে সরিয়ে রাখা যায়, তবে আমার মনে হয় এটা একটা ভালো পন্থা হতে পারে। আর সেই পন্থাতেই সরকারের কাজ করা উচিত।’  
ক্যাপটিভ পাওয়ার বাদে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৩ হাজার মেগাওয়াট। এর মধ্যে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট।


আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ