• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

রাজনীতি করা ও নির্বাচনে অংশ নেয়া ভিন্ন বিষয়: কৃষিমন্ত্রী

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৮:১১ পিএম

রাজনীতি করা ও নির্বাচনে অংশ নেয়া ভিন্ন বিষয়: কৃষিমন্ত্রী

রাজনীতি করা ও নির্বাচনে অংশ নেয়া ভিন্ন বিষয়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেল জরিমানা দিয়ে কারও রাজনীতি বন্ধ করা যায় না, পুরো বিশ্বে বিপ্লবী বিদ্রোহীরা জেলে থেকেও রাজনীতি করে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। 
বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে নেদারল্যান্ডসের পাঁচজন সংসদ সদস্য ও রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, রাজনীতি ও নির্বাচনে অংশ নেয়া ভিন্ন বিষয়। সংবিধান অনুযায়ী বেগম জিয়া নির্বাচন করতে পারবেন না। আর তারেক জিয়া তো মুসলেকা দিয়েছে। মন্ত্রী এ সময় বলেন, বিদ্যুৎ এর দাম বৃদ্ধির ফলে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সরকারের কাছে বিকল্প নাই। কৃষক বিকল্প উপায়ে সেটা পূরণ করবে। হয়তো তারা স্ত্রীর গহনা আবাদের গরু হলেও বিক্রি করে কৃষিতে বিনিয়োগ করবে।।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষকের জীবন মান কিছুটা হলেও কমবে, এটাই বাস্তবতা। এই পৃথিবীর কোথাও কৃষির মতো এতো ভর্তুকি দেয়া হয় না। এর সুফলও পাচ্ছে দেশ গত ১৪ বছরে কৃষির উৎপাদন বেড়েছে ৭ গুন।


আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ