• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলেন সিঙ্গাপুর

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৯:১৪ পিএম

ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলেন সিঙ্গাপুর

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আজ (পহেলা মার্চ) সকালে সিঙ্গাপুর গেছেন।ওবায়দুল কাদের আজ সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে। এ কথা জানান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিমান বন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে আজ (পহেলা মার্চ)  বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ছেড়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে আগামী ৩ মার্চ শুক্রবার তিনি ঢাকায় ফিরবেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ