• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে ৩৫৫টি মোবাইলসহ ২৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:৩৬ পিএম

রাজধানীতে ৩৫৫টি মোবাইলসহ ২৫ ছিনতাইকারী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫৫টি মোবাইল ফোনসহ ২৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই ফোনগুলো উদ্ধার করা হয়। এসব ফোন হয় ছিনতাই করা হয়েছিল, নয় চুরি করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রবি, সোহেল রানা, মো. আব্দুল মজিদ, মো. জুয়েল, মো. আল আমিন, মো. সাগর হোসেন, মো. ফাহিম, মো. ইব্রাহিম, মো. দেলোয়ার হোসেন, মো. রানা ইসলাম, রানা চন্দ্র  দাস, মো. সালাউদ্দিন, মোশারফ হোসেন, মো. মানিক, মো. সগির, মো. পারভেজ হোসেন, মো. সবুজ গাজী, মো. আরিফ হোসেন, মো. মুসা শেখ, মো. সিদ্দিকুর রহমান, মো. হাদীদ ইকবাল বাপ্পী, শামীম রহমান রাহাত, মো. ইসমাইল, মো. আলী ইসলাম ও মো. রাজু। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


রাজধানীতে মোবাইল ফোন ছিনতাই যেন একটি নিত্যনৈমিত্যিক ঘটনা। ২০২১ সালের ৩০শে মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসে ইন্টারনেটে ব্রাউজিং করার সময় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ফোনটি গাড়ির জানলার বাইরে ‘ছোঁ’ মেরে নিয়ে যায় দুর্বৃত্তরা। তোলপাড়ের মধ্যে ১৯ জুলাই ফোনটি উদ্ধারের কথা জানায় পুলিশ। গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।

২০২২ সালের ৩১ অগাস্ট রাত ১১টার দিকে একই কায়দায় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ছিনতাই হয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোন। সেটি ৭ই সেপ্টেম্বর উদ্ধার করা হয়ে বলে সংবাদ সম্মেলন করে জানায় পুলিশ।

সম্প্রতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের মোবাইল ফোন ছিনতাই হয়।

শুক্রবার ভোর ৩টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা তার ফেসবুক পেইজে ফোন ছিনতাইয়ের বিষয়টি জানান।
তিনি লেখেন, মোবাইলটা উত্তরা থেকে গাড়ির জানালা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে আমার। নাজমুলের এই পোস্টের নিচে অনেকেই জানান, তারাও একইভাবে ফোন হারিয়েছেন। এই আলোচনার মধ্যেই র‌্যাবের এই ‘সাঁড়াশি অভিযান’ দেখা গেল।
র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, মোবাইল চোরাকারবারী এই চক্রের হোতা মো. রবি। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ চোরাই এবং ছিনতাই করা মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। এই চক্রের বিরুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ