• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৪:৩৭ পিএম

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ: সুস্থ দেহ, সুস্থ মন’।

ডায়াবেটিস দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

সমিতির কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় শাহবাগে বারডেম হাসপাতালের নিচে সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন, দুপুর ১২টায় বারডেম অডিটোরিয়ামে রয়েছে আলোচনা সভা।

এছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। হ্রাসকৃত মূল্যে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের (চারতলা) হার্ট ক্যাম্পে সাশ্রয়ীমূল্যে হৃদরোগীদের সেবা দেওয়া হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ