• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশ থেকে ১১২৯ সেনা সদস্য নেবে কাতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৫:০৩ এএম

বাংলাদেশ থেকে ১১২৯ সেনা সদস্য নেবে কাতার

বাংলাদেশ সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাতারকে বাংলাদেশ থেকে এক হাজার ১২৯ জন সেনাসদস্য নেওয়ার সুযোগ দিয়ে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।


মাহবুব হোসেন বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে এ রকম একটি চুক্তি রয়েছে। এর আওতায় আমাদের পাঁচ হাজারের বেশি সেনা সদস্য সেখানে কাজ করছেন। একইভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি সই অনুমোদন দেওয়া হয়েছে। যার আওতায় ১ হাজার ১২৯ জন সশস্ত্র বাহিনীর সদস্য ওখানে (কাতারে) লিওনে বা ডেপুটেশনে (প্রেষণ) কাজ করবেন। তাদের পাঁচ বছরের জন্য নেওয়া হবে। তবে এই সময়সীমা কাতার চাইলে বাড়াতে পারবে।

 

আরিয়ানএস/

আর্কাইভ