• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

স্ত্রী রাগ করে বাপের বাড়ি যাওয়ায়, অভিমানে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৭:০৮ পিএম

স্ত্রী রাগ করে বাপের বাড়ি যাওয়ায়, অভিমানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছনে আলী আকবর (২৮) নামের এক যুবক। সিলেটের ওসমানীনগর উপজেলায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মজলিশপুর এলাকায় শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। আকবর উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে আলী আকবরের প্রথম স্ত্রী সন্তান প্রসবের সময় মারা যান। এরপর থেকে তিনি মানসিক কষ্টে ভুগছিলেন। শনিবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার কিছুটা ঝগড়া হয়। তিনি স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়ি চলে যান। ঘর থেকে আলী আকবরের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য লোকজন রোববার বিকেল ৪টার দিকে ডাকতে যান। বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে দেখা যায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন আলী। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর্কাইভ