• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঘুড়ির কারণে আবারও বন্ধ মেট্রোরেল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৯:৩৯ পিএম

ঘুড়ির কারণে আবারও বন্ধ মেট্রোরেল

মেট্রোরেল (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুড়ি আটকে পড়ায় ফের বন্ধ করতে হলো মেট্রোরেল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এমআরটি লাইন-৬ এ এই ঘটনা ঘটে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) নাসির উদ্দিন আহমেদ।
এই কর্মকর্তা বলেন, ঘুড়ির জন্য কিছু সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পুলিশের সাহায্য নিয়েছি। মাইকিংও করা হয়েছে। তারপরও মানুষ সচেতন না হলে কী আর করতে পারি।


জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার পর লাইনে একটি ঘুড়ি আটকে গেলে সেটি অপসারণ করার সময় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একইভাবে ঘুড়ির কারণে কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সেসময় সিঙ্গেল লাইনে চলানো হয় মেট্রোরেল।
মেট্রোরেলের লাইনের দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের কিছু ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

 

আরিয়ানএস/

আর্কাইভ