• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের

বইমেলায় বোমা হামলার হুমকি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৬:১৭ এএম

বইমেলায় বোমা হামলার হুমকি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। শাহবাগ থানায় এমন অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে একাডেমি কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘আমি অফিসের বাইরে ছিলাম। শুনেছি, এমন একটা চিঠি এসেছে। শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাব। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।’
জিডি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি এ ব্যাপারে সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘সাধারণ ডাকযোগে চিঠিটা বাংলা একাডেমির ঠিকানায় আসে মহাপরিচালক বরাবর। সেটা দেখার পর থানায় ডায়েরি করা হয়েছে। আনসার আল ইসলাম ও জেএমবির পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে।’
দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। কোন কোন হোটেলের কথা বলা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘সেটা আমি খেয়াল করিনি।’

 

আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ