• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জানা গেল গ্রামীণফোনের নেটওয়ার্ক বিড়ম্বনার কারণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৮:১৩ পিএম

জানা গেল গ্রামীণফোনের নেটওয়ার্ক বিড়ম্বনার কারণ

গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিড়ম্বনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এ বিপর্যয় দেখা দিয়েছে। এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফাইবার অপটিক্যাল ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে।’

প্রতিষ্ঠানটি সাময়িক এই অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছেন। সমস্যা সমাধানে কাজও করা হচ্ছে।। এ বিষয়ে জানানো হয়েছে, ‘দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

এর আগে অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহক সেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

আর্কাইভ