• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এই মুহূর্তে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৯:৪০ পিএম

এই মুহূর্তে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম । ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। বললেন, জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির জন্য প্রতি বছর ৮শ কোটি টাকার মতো ব্যয় হবে। সে কারণে এখন করার ইচ্ছে নাই। তবে, সরকারের ইচ্ছা আছে, ভবিষ্যতে যখন জাতিসংঘ নীতিমালা বদল করবে, তখন চিন্তা-ভাবনা করা হবে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বাড়লেও জাতিসংঘের দাফতরিক ভাষারূপে বাংলাকে প্রতিষ্ঠিত করা হবে।
ফরেন সার্ভিস একাডেমির এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা।

এর আগে, এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে।

 

আরিয়ানএস/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ