প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১২:১৪ এএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানিয়েছেন, ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, আমাদের যতটুকু তথ্য, তারা দেশেই আছে। র্যাব টেকনোলজি বেইজড (প্রযুক্তি নির্ভর) কাজ করে আসামি ধরে। তারা (জঙ্গি) চতুর হয়ে গেছে। তারা টেকনলোজি কাছেই রাখে না। আমাদের ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে।
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
আরিয়ানএস/