• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৭:৫২ পিএম

শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে, শিক্ষক জহর তরপদার ও দেবাশীষ চৌধুরী রাজার যৌথ সঞ্চালনা বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, ডা. হরিপদ রায়, অধ্যাপক অবিনাশ আচার্য, এসকেডি আমার বাড়ি এর স্বত্বাধিকারী সজল দাস, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম। ৩ দিনব্যাপী বইমেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নিজস্ব কৃষ্টি প্রদর্শন ও পরিবেশন করা হবে। মেলায় ২০টি স্টল অংশ নেয়।
 

 

এএল/

আর্কাইভ